এপ্রিল 2023 সদস্য সংগ্রহ অভিযান: আপনাদের সহযোগীতার জন্য ধন্যবাদ

OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র এপ্রিল সদস্য সংগ্রহ অভিযান শেষ হয়ে গেছে এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারছি যে আমরা মোট
মার্কিন$২৫২,৩৪৩.৯৮ সংগ্রহ করেছি, যা আমাদের মার্কিন$৫০,০০০.০০ এর লক্ষ্য থেকে অনেক বেশি। ৭১টি দেশ থেকে মোট ৭,৮৫২ জন ব্যাক্তিরা আমাদের অর্থসাহায্য করেছেন: তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ আপনাদের কাছে, যারা এই অভিযানের খবর সবার কাছে ছড়িয়েছেন।

আমরা খুব খুশি যে ৬,৪৫০ দাতারা OTW সদস্যপদ নতুন করে গ্রহণ করেছেন বা পুনর্নবীকরণ করেছেন। আপনাদের ছাড়া OTW চালানো সম্ভব হতো না, এবং আপনাদের আমাদেরকে ক্রমাগত সমর্থনের জন্য আমরা গর্বিত ও পুলকিত। আমরা খুবই আনন্দিত যে আমাদের অনুরাগীকর্ম‌ ও অনুরাগী-সংস্কৃতি সুরক্ষিত,সংরক্ষণ এবং জনগনকে প্রদান করার এই অবিরত অভিযান আপনাদের: অনুরাগীদের, কাছে সার্থকতা পেয়েছে।

আপনি যদি আমাদেরকে অর্থ সাহায্য করতে চান কিংবা সদস্যপদ লাভ করতে ইচ্ছুক হন, কিন্তু এখন তা করতে পারেননি, তাহলে চিন্তা করবেন না! OTW সারা বছর ধরে দান গ্রহণ করে এবং আপনি $১০ বা তার উপরে দান করে যেকোনো সময় সদস্যপদ লাভ করতে পারেন। সদস্যপদ এক বছরের জন্য বৈধ, তাই এখন দান করলে আপনি আগস্ট মাসের 2023 OTW পরিচালক মণ্ডলি নির্বাচন-এ অংশগ্রহণ করতে পারবেন। এবং তার সঙ্গে থাকবে দান করার জন্য আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ-জ্ঞাপক উপহার!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.