এপ্রিল সদস্যসংগ্রহ অভিযান: আপনার সহায়তা মূল্যবান

OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-তে গত কয়েক মাসে অনেক কিছু হয়ে গেছে। সেগুলোর মধ্যে বেশ কয়েকটা নতুন ও চিত্তাকর্ষক জিনিস এখানে দেখতে পাবেন যা OTW আপনার সাহায্যের দ্বারাসাধন করতে পেরেছে।

আমাদের যন্ত্র রক্ষণাবেক্ষণ বিভাগ এই ষাণ্মাসিকে অত্যন্ত ব্যস্ত থেকেছে! Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে ভক্তকর্মের সংখ্যা বেড়েই চলেছে, যেমন বাড়ছে ব্যবহারকারী ও অতিথিদের সংখ্যা। সেই ভক্তকর্মগুলো সঞ্চিত করতে আমাদের আরো জায়গা চাই, আর আরো ব্যাণ্ডউইড্‌থ (ফ্রিকোয়েন্সি পরিসরের ক্ষেত্র) চাই সবাইকে পরিষেবা প্রদান করার জন্য। আমাদের আরো বেশি তাড়াতাড়ি চলা কম্পিউটারও চাই-যা একইসঙ্গে কর্মগুলোর মধ্যে তাড়াতাড়ি খুঁজতেও পারবে আর আরো প্রশ্নের জবাবও দিতে পারবে। আপনার দান যন্ত্র রক্ষণাবেক্ষণ সমিতিকে সেইসব যন্ত্র কিনতে সাহায্য করে যেগুলো
আপনার মতো ভক্তদের জন্য নেওয়া আমাদের প্রকল্পগুলো চালানোর জন্য দরকার! নীচে আপনি আমাদের খরচের একটি খতিয়ান পাবেন। (OTW-র আয়ব্যয়ের হিসেব সম্বন্ধে আরো সুনির্দিষ্ট তথ্যাদি জানতে, দয়া করে ২০১৭-র বাজেট দেখুন।)

প্রকল্প অনুযায়ী খরচ: Archive of Our Own- AO3(আমাদের নিজস্ব সংগ্রহশালা): ৭৫.৭%। Open Doors(খোলা দরজা): ০.৫%। Transformative Works and Cultures- TWC(রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি): ১.৫%। Fanlore(ফ্যান্‌লোর): ২.৭%। Legal Advocacy(আইনি সাহায্য): ১.২%।  Con Outreach(সম্মেলনে প্রচার): ১.৮%। Admin(প্রশাসন): ৮.৪%। Fundraising(অর্থসংগ্রহ): ৮.২%।

সাম্প্রতিককালে, আরো অনেকগুলো বিভাগও প্রচুর পরিশ্রম করেছে! আইন সমিতি তার ভক্তদের প্রশ্নের জবাব দেওয়ার কাজ চালিয়ে গেছে আর কয়েকটি নতুন মামলায় আদালতবন্‌ধু-র সংক্ষিপ্তসার পেশ করেছে, যার মধ্যে রয়েছে , ক্রস বনাম ফেসবুক “সীমা-অতিক্রম করা প্রচারের অধিকারের বিরুদ্ধে”। ইতিমধ্যে, ডিসেম্বর মাসে AO3 ২০ লাখ ভক্তকর্মে পৌঁছেছে, যা এক নতুন মাইলফলক!

এরই সঙ্গে, Transformative Works and Cultures – TWC(রূপান্তরাত্মক কর্ম ও সংস্কৃতি) তার ২৩তম সংখ্যা প্রকাশ করেছে, যা কেবলমাত্র শার্লক হোমস্‌-এর ভক্তদুনিয়া সম্বন্ধে একটি বিশেষ সংখ্যা, রবার্টা পিয়ারসন ও বেট্‌সি রোসেনব্লাট্‌ দ্বারা অতিথি সম্পাদিত। এই সংখ্যায় ভক্ত চিত্র এবং ভক্তদুনিয়ায় লিঙ্গ বৈষম্য নিয়ে প্রবন্ধ অন্তর্ভুক্ত, আর তার সঙ্গে অন্তর্ভুক্ত শার্লক-বিষয়ক বইয়ের সমালোচনা। এমনকী, এটায় বিশেষ প্রচ্ছদ চিত্রও রয়েছে! TWC, OTW-র বাকি প্রকল্পগুলোর মতোই, বর্তমান এবং ভবিষ্যতের গবেষকদের জন্য এই প্রবন্ধগুলো প্রকাশ করতে আপনার দানের উপর নির্ভরশীল!

আপনার সাহায্যই এই সকল কর্মকাণ্ডকে সম্ভবপর করে। এইসব বিভাগগুলোর গুরুত্বপূর্ণ কাজে আপনার সহায়তা প্রদান করার জন্য, দয়া করে আজই দান করুন!

এই প্রকাশিত সংবাদটি OTW-র স্বেচ্ছাসেবী অনুবাদকেরা অনুবাদ করেছেন। আমাদের কাজ সম্বন্ধে আরো জানতে transformativeworks.org এর অনুবাদ পাতাটি দেখুন.

Uncategorized @bn

Comments are closed.