
আ প্রিস্ট ইন কোরিয়া, একটি M*A*S*H অনুরাগিগল্পের সংগ্রহশালা, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-এ নিয়ে আসা হচ্ছে।
প্রেক্ষাপট ব্যাখ্যা
সুসান লেইনব্যাক একাধিক অনুরাগী দুনিয়ায় অনুরাগীচিত্র আর অনুরাগীগল্প তৈরি করেছিলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত M*A*S*H (লোলান্থে হিসেবে) এবং স্টার ট্রেক। দুঃখের বিষয় এই যে, সুসান ২০০৬ সালে পরলোকগমন করেন। সুসানের উত্তরাধিকারী সংরক্ষণকারী কোর্ডেল এর সাথে মিলে তার M*A*S*H অনুরাগীগল্প সংরক্ষণ করে রাখতে রাজি হয়েছেন। এগুলো সুসান প্রথমে তার লোলান্থে ছদ্মনাম ব্যবহার করে তার আ প্রিস্ট ইন কোরিয়া নামক ওয়েবসাইটে প্রকাশ করেছিলেন।
Open Doors (মুক্ত দ্বার) কোর্ডেল-এর সাথে আ প্রিস্ট ইন কোরিয়া-কে একটা আলাদা, স্মৃতিরক্ষাকারী সংকলন হিসেবে AO3-তে আনতে কাজ করবে। সংগ্রহশালাটাকে তার সম্পূর্ণরূপে সংরক্ষণ করতে, বর্তমানে সংগ্রহশালায় থাকা সব অনুরাগীগল্পকে OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সার্ভারে রাখা হবে, এবং তাদের নিজস্ব AO3’র কর্ম পাতায় এম্বেড করা হবে।
আমরা লোলান্থে-র কাজ AO3তে ডিসেম্বরের পরে আনা শুরু করব। আপনি সেগুলি Iolanthe_memorial(লোলান্থে_মেমোরিয়াল) অ্যাকাউন্টে পাবেন।
অনুরাগীরা যদি আমাদের সুসান লেইনব্যাক আর ফ্যানলোর-এ আ প্রিস্ট ইন কোরিয়া-এর গল্পটা বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে, তাহলে আমরা খুব খুশি হব। আপনি যদি উইকি এডিটিং এর কাজে নতুন এসে থাকেন, চিন্তা করবেন না! নতুন আগন্তুকদের পাতা দেখুন, বা ফ্যানলোর গার্ডেনার্স-দের শিখিয়ে দিতে অনুরোধ করুন।
লোলান্থে-র করে যাওয়া কাজ সংরক্ষণে সাহায্য করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। সুসান লেইনব্যাককে হারিয়ে আমরা দুঃখিত, কিন্তু আমরা জানি আমাদের সৌভাগ্য যে সুসানের এমন একজন বন্ধু ছিল যাকে তার কাজ AO3তে সংগ্রহ এবং সংরক্ষণ করার অনুমতি দেওয়া হয়েছিল। তার ফলে তার কাজ হারিয়ে যাবে না। অনুরাগীদুনিয়ার কোনো বন্ধুর মৃত্যুর কথা ভাবা নিঃসন্দেহে কষ্টকর, কিন্তু এটা একটা সুযোগও বটে। এটা আপনাকে সুযোগ দেয় ভাবতে যে আপনার বা আপনার বন্ধুদের মৃত্যুর পরে আপনাদের অনুরাগীকর্ম এবং অ্যাকাউন্টগুলোর কী হবে। AO3তে আপনার Fannish Next of Kin (অনুরাগীদুনিয়ার উত্তরাধিকারী) নির্বাচন করার অপশন আছে। ইনি হলেন এমন একজন যে আপনার মৃত্যু বা শারীরিক বা অন্য কোনো কারণে অক্ষম হলে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনার হয়ে কাউকে নামাঙ্কিত করে রাখলে, আপনি সময়ের আগেই ঠিক করে রাখতে পারবেন যে আপনার AO3 অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হবে।
-মুক্ত দ্বার দল এবং কোর্ডেল
এই পোস্টে মন্তব্য 14 দিনের মধ্যে নিষ্ক্রিয় করা হবে। সেই তারিখের পরে এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন, উদ্বেগ, বা মন্তব্য থাকে, অনুগ্রহ করে খোলা দরজার সাথে যোগাযোগ করুন।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।