আমাদের দানের জন্য ধন্যবাদজ্ঞাপক উপহার দিয়ে OTW’র প্রতি আপনার গর্ব দেখান

আপনি কি জানেন যে আপনি OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-তে দান করলে ধন্যবাদজ্ঞাপক উপহার পেতে পারেন? আমাদের কাছে অনেক রকমের উপহার আছে— চাবির রিং থেকে শুরু করে কফিমগ থেকে খাতা— আর সেই ঝুড়িতে এই অভিযান উপলক্ষে আরো কিছু নতুন উপহার যোগ হয়েছে। এইখানে সেইসব নতুন ও পুরনো উপহারের মধ্যে আমাদের প্রিয় কয়েকটা রইল।

প্রথমে, স্টিকার নিয়ে কথা বলা যাক! আমাদের নতুন OTW স্টিকার সেটে মোট সাতটা স্টিকার আছে। সেগুলোর এক-একটাতে OTW, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা), ফ্যানহ্যাকার, ফ্যানলোর, Legal Advocacy (আইনি সহায়তা), Open Doors (খোলা দরজা), এবং Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)’র লোগোর ছবি। এই ধন্যবাদজ্ঞাপক উপহারগুলি সর্বনিম্ন মার্কিন ডলার $৫০ দান করলেই পাওয়া যাবে। আর নূন্যতম মার্কিন ডলার $৪০ দান করলেই আপনি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)’র সাম্প্রতিককালে হুগো পুরস্কার জেতাউপলক্ষে আমাদের নতুন স্টিকার সেট পেতে পারেন। এটা চারটে স্টিকারের সেট, যার প্রত্যেকটাতে আলাদা AO3 এবং হুগো থিমের ছবি আঁকা। দুরকমের স্টিকারই আপনার খাতা, ল্যাপটপ বা অন্য যা ইচ্ছা তাই সাজাতে পারেন।

OTW স্টিকার সেট (মোট সাতটি স্টিকার)। প্রথম ছ'টা স্টিকারের চওড়ায় ৭.৬ সেমি: (১) OTW'র লাল লোগো দেওয়া একটা সাদা গোল, একটা গোলের মধ্যে একটা গোলাকার তিরচিহ্ন। লোগোটার চারপাশে কালো রঙে লেখা "Organization for Transformative Works" শব্দগুলো এবং "transformativeworks.org" ওয়েবসাইটের ইউআরএল-টা। (২)লাল ফ্যানহ্যাকার লোগো- এক্স আকৃতিতে থাকা দুটো হাত যন্ত্র, সমেত একটা লাল আয়তক্ষেত্র। (৩) সাদা আর ছাই রঙা খোলা দরজা'র লোগো- খোলা ফ্রেঞ্চ দরজা আর তার সামনের পথের ছবি সমেত এক লাল বর্গক্ষেত্র (৪) আইনি সাহায্য-র লোগো-বিচারের দাড়িপাল্লার চারপাশে একটা গোলাকার তীরচিহ্ন সহ এক সাদা বর্গক্ষেত্র। তীরের ওপর লেখা "Fair Use, Legal Advocacy, Free Expression"। (৫) লাল আমাদের নিজস্ব সংগ্রহশালা'র লোগো - কায়দা করে লেখা AO3 সহ লাল ডিম্বাকৃতি এক স্টিকার। (৬) সাদা রঙের TWC লোগো সমেত লাল আয়তক্ষেত্র; বাঁদিকে লম্বা করে TWC অক্ষরগুলো লেখা, আর ডানদিকে "Transformative Works and Cultures" শব্দগুলো। (৭) ফ্যানলোর লোগো-সাদা রঙের ওপর নীল লেখার একটা ছাচ-কাটা। এই স্টিকারটা ৯.৫ সেমি লম্বা।হুগো পুরস্কার উপলক্ষে স্টিকার সেট( ৫ সেমি মাপের চারটে স্টিকার আছে)। প্রথম দুটো গোল, তাতে AO3 লোগোর ওপর একটা ছোটো রকেট উড়ছে। (১) নম্বরটি লাল, এবং (২) নম্বর স্টিকারটি কালো। (৩) "Archive of Our Own - 2019 Hugo Award Winner - Best Related Work." শব্দগুলোর পাশে হুগো লোগো সমেত একটা আয়তক্ষেত্র (৪) কায়দা করা একটা রকেটের গায়ে "Archive of Our Own, Best Related Work, Hugo Awards" শব্দগুলো হাতে লেখা এবং রকেটের ডানাতে "2019" সালটা লেখা।

AO3’র প্রতি আরো ভালবাসা দেখাতে চান? আমাদের কাছে রয়েছে পিন, চাবির রিং, খাতা, টুপি, আর রহস্য উপহার সমেত এক কফিমগ। রহস্য উপহারটা আমাদের আগেকার উপহারগুলোর থেকে দেওয়া। আমাদের একটা “বাহ্‌বা”-থিমের স্ট্রেস বলও আছে – সেই গুলোর জন্য যখন জীবন বড় শক্ত লাগে, বা যখন আপনি আবিস্কার করেন যে আপনি এখানে আগেই বাহ্‌বা দিয়ে গেছেন। :)

সাদা AO3 লোগো সমেত লাল হৃদয় আকৃতির স্ট্রেস বল

এই সব অসাধারণ OTW সামগ্রী ভরে রাখার জন্যও একটা জায়গা চাই? আমাদের AO3 ডাফেল ব্যাগটা দেখুন! এই ব্যাগটার মাপ ২৫ x ৪৮ x ২৫ সেন্টিমিটার এবং একদিকে AO3’র সাদা লোগো সমেত এটা কালো এবং লাল রঙের। এই ধন্যবাদজ্ঞাপক উপহারটা নূন্যতম মার্কিন $৩৫০ দান করলে পাওয়া যাবে।

AO3 স্পোর্টস ডাফেল ব্যাগ। ব্যাগটা কালোর ওপর লাল দাগ দেওয়া, একপাশে একটা মোটা লাল বাঁকা স্ট্রিপ আর সাদা AO3 লোগো। এই ব্যাগটার মাপ ২৫ x ৪৮ x ২৫ সেন্টিমিটার। এটায় একটা সহজে কাঁধে নেওয়ার স্ট্র্যাপ এবং শ্রুতিগল্প রাখার জন্য উপযুক্ত জাল দেওয়া সাইড পকেট আছে। এটা জিমের জামাকাপড় নেওয়ার জন্য, সুপারহিরো কস্টিউম লুকোনোর জন্য, জম্বি-অ্যাপক্যালিপ্সের সময় সাথে নেওয়ার ব্যাগ হিসেবে, এবং আপনার ম্যাগাজিন কালেকশন নিয়ে আসা-যাওয়ার ব্যাগ হিসেবে একদম সঠিক।

আপনি যদি আপনার প্রিয় ধন্যবাদজ্ঞাপক উপহার পাবার জন্য একবারে যথেষ্ট দান না করতে পারেন, চিন্তা করবেন না। আমরা পুনরাবৃত্ত দানও নিয়ে থাকি। এটা আপনাকে আপনার পছন্দের জিনিসটার জন্য ধীরে ধীরে পয়সা জমাতে সাহায্য করে। আপনি কত টাকা দিতে চান, আর তা কত সময়ের ব্যবধানে তা আমাদের জানান, আর বলে দিন কোন উপহারটার জন্য আপনি পয়সা জমাচ্ছেন; সঠিক অঙ্কে পৌঁছে গেলে আমরা আপনাকে উপহারটা পাঠিয়ে দেব।। এটা আপনার দান সামলানোর একটা সোজা উপায়, আর এটা আপনার OTW সদস্যপদ বজায় রাখাও নিশ্চিত করে।

আপনাদের মধ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তাঁরা তাঁদের নিয়োগকর্তাদের সমমূল্যের দানের ব্যাবস্থার কথা জিজ্ঞাসা করতে ভুলবেন না। OTW মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিকৃত স্বেচ্ছাসেবী সংস্থা, এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের দান করলে কর ছাড়ের রসিদ দিয়ে থাকি।

এই উপহারগুলো আপনাদের সমর্থনের প্রতি আমাদের ভাললাগার ছোট্টো একটা প্রতীকী। আপনারা, যারা OTWতে দান করে থাকেন, তাঁদের প্রত্যেককে আমাদের অশেষ ধন্যবাদ।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.