
আপনি কি জানেন যে আপনি OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-তে দান করলে ধন্যবাদজ্ঞাপক উপহার পেতে পারেন? আমাদের কাছে অনেক রকমের উপহার আছে— চাবির রিং থেকে শুরু করে কফিমগ থেকে খাতা— আর সেই ঝুড়িতে এই অভিযান উপলক্ষে আরো কিছু নতুন উপহার যোগ হয়েছে। এইখানে সেইসব নতুন ও পুরনো উপহারের মধ্যে আমাদের প্রিয় কয়েকটা রইল।
প্রথমে, স্টিকার নিয়ে কথা বলা যাক! আমাদের নতুন OTW স্টিকার সেটে মোট সাতটা স্টিকার আছে। সেগুলোর এক-একটাতে OTW, Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা), ফ্যানহ্যাকার, ফ্যানলোর, Legal Advocacy (আইনি সহায়তা), Open Doors (খোলা দরজা), এবং Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি)’র লোগোর ছবি। এই ধন্যবাদজ্ঞাপক উপহারগুলি সর্বনিম্ন মার্কিন ডলার $৫০ দান করলেই পাওয়া যাবে। আর নূন্যতম মার্কিন ডলার $৪০ দান করলেই আপনি Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)’র সাম্প্রতিককালে হুগো পুরস্কার জেতাউপলক্ষে আমাদের নতুন স্টিকার সেট পেতে পারেন। এটা চারটে স্টিকারের সেট, যার প্রত্যেকটাতে আলাদা AO3 এবং হুগো থিমের ছবি আঁকা। দুরকমের স্টিকারই আপনার খাতা, ল্যাপটপ বা অন্য যা ইচ্ছা তাই সাজাতে পারেন।
AO3’র প্রতি আরো ভালবাসা দেখাতে চান? আমাদের কাছে রয়েছে পিন, চাবির রিং, খাতা, টুপি, আর রহস্য উপহার সমেত এক কফিমগ। রহস্য উপহারটা আমাদের আগেকার উপহারগুলোর থেকে দেওয়া। আমাদের একটা “বাহ্বা”-থিমের স্ট্রেস বলও আছে – সেই গুলোর জন্য যখন জীবন বড় শক্ত লাগে, বা যখন আপনি আবিস্কার করেন যে আপনি এখানে আগেই বাহ্বা দিয়ে গেছেন। :)
এই সব অসাধারণ OTW সামগ্রী ভরে রাখার জন্যও একটা জায়গা চাই? আমাদের AO3 ডাফেল ব্যাগটা দেখুন! এই ব্যাগটার মাপ ২৫ x ৪৮ x ২৫ সেন্টিমিটার এবং একদিকে AO3’র সাদা লোগো সমেত এটা কালো এবং লাল রঙের। এই ধন্যবাদজ্ঞাপক উপহারটা নূন্যতম মার্কিন $৩৫০ দান করলে পাওয়া যাবে।
আপনি যদি আপনার প্রিয় ধন্যবাদজ্ঞাপক উপহার পাবার জন্য একবারে যথেষ্ট দান না করতে পারেন, চিন্তা করবেন না। আমরা পুনরাবৃত্ত দানও নিয়ে থাকি। এটা আপনাকে আপনার পছন্দের জিনিসটার জন্য ধীরে ধীরে পয়সা জমাতে সাহায্য করে। আপনি কত টাকা দিতে চান, আর তা কত সময়ের ব্যবধানে তা আমাদের জানান, আর বলে দিন কোন উপহারটার জন্য আপনি পয়সা জমাচ্ছেন; সঠিক অঙ্কে পৌঁছে গেলে আমরা আপনাকে উপহারটা পাঠিয়ে দেব।। এটা আপনার দান সামলানোর একটা সোজা উপায়, আর এটা আপনার OTW সদস্যপদ বজায় রাখাও নিশ্চিত করে।
আপনাদের মধ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তাঁরা তাঁদের নিয়োগকর্তাদের সমমূল্যের দানের ব্যাবস্থার কথা জিজ্ঞাসা করতে ভুলবেন না। OTW মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিকৃত স্বেচ্ছাসেবী সংস্থা, এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের দান করলে কর ছাড়ের রসিদ দিয়ে থাকি।
এই উপহারগুলো আপনাদের সমর্থনের প্রতি আমাদের ভাললাগার ছোট্টো একটা প্রতীকী। আপনারা, যারা OTWতে দান করে থাকেন, তাঁদের প্রত্যেককে আমাদের অশেষ ধন্যবাদ।
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।