OTW (রূপান্তরিত কর্মের সংস্থা)-এর প্রতি আগ্রহ দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! OTW কে সাহায্য প্রদান করার অনেকগুলি উপায় আছেঃ
স্বেচ্ছাসেবা করুন! আমাদের কোনো প্রকল্পে সাহায্য করতে আগ্রহী? সব রকমের পরিবেশ এবং দেশের স্বেচ্ছাসেবকরা এখানে স্বাগত।
দান করুন!
OTW একটি সদস্য-সমর্থিত US501(c)(3) (যুক্তরাষ্ট্র ৫০১(গ)(৩)) অলাভজনক সংস্থা, এবং আমাদের সব কাজ বিনামূল্যে প্রদান করা হয়। আপনাদের সাহায্য ছাড়া এটা আমরা করতে পারব না। মার্কিন ডলার ১০ বা তার বেশি মূল্যের যে কোনো দান সদস্যপদ অর্পণ করবে, এবং অল্পকিছু দানেও অনেক সাহায্য হয়।
একটা দানসংগ্রহ অভিযান চালান!
কোনো কন্ভেনশান বা অন্য অনুরাগী মিলনোৎসবে যাচ্ছেন? কোনো ভাল উদ্দেশ্যে অনুষ্ঠান করার অজুহাত খুজছেন? আনন্দ করতে করতে OTWকে সমর্থন করার উপায় জানতে আমাদের তৃ্তীয় পক্ষদ্বারা দানসংগ্রহের নির্দেশিকার দিকে একবার তাকিয়ে নিন।
প্রচার করুন!
ফ্লায়ার ও প্রচারপত্র ডাউনলোড করুন আর মানুষজনকে আমাদের সম্বন্ধে জানান।