আপনার প্রভাব বাড়ান

এই সপ্তাহেরই আগের দিকে, আপনি জেনেছেন OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা ) আপনার দান কিভাবে ব্য়বহার করে। এখানে OTW-কে দান করার সময় আপনার প্রভাব বাড়ানোর কিছু উপায় দেওয়া হল!

অ্যাপেল, মাইক্রোস্ফ্‌ট ও গুগেল-এর মত অনেক কোম্পানি, আপনি যুক্তরাষ্ট্রের কর্মী হলে, আপনার দানের সমমূল্য আমাদের দান করবে। OTW একটি নিবন্ধীকৃত যুক্তরাষ্ট্রীয় অলাভজনক সংস্থা হওয়ায়, অনেক কর্পোরেট সংস্থাই এটাতে এরকম সমান মূল্য দান করবে। যদি আপনি নিশ্চিত না হন যে এই নিয়মটি আপনার এলাকায় বা কোম্পানিতে প্রযোজ্য কি না, তাহলে আপনার নিয়োগকর্তা বা ট্যাক্স উপদেষ্টাকে জিজ্ঞাসা করুন। আপনি আপনার দানক্ষমতা দ্বিগুণ করে তুলতে পারেন!

আপনি কি আমাদের কিছু মজাদার ধন্যবাদ-জ্ঞাপক উপহার দেখে ভেবেছেন, “ওটা পেলে তো ভালই হত, কিন্তু আমি অত বেশি পরিমাণ দান করতে অপারগ”? সুখবরটা হল যে আমরা আবৃত্ত(রেকারিং) দানও গ্রহণ করি। আপনি প্রতি সপ্তাহে, মাসে, দু’মাসে-আপনার বাজেটে যা কুলাবে-অল্প পরিমাণ দান করে যেতে পারেন, আর সেই দানগুলো আমাদের যেকোনো একটি ধন্যবাদ-জ্ঞাপক উপহারের উদ্দেশ্যে জমা হতে পারে! শুধু দান করতে আবৃত্ত দানের পাতাটি ব্যবহার করুন, আর তারপর আমাদের জানান কোন ধন্যবাদ-জ্ঞাপক উপহারটার জন্য আপনার দান জমা হলে আপনি খুশি হবেন।

OTW সম্পূর্ণভাবে আপনার মত মানুষদের দেওয়া সহায়তায় চলে। (আমাদের প্রতি করা দান কিভাবে খরচ করা হয় তার সমন্ধে আপনি যদি আরো তথ্য চান, তাহলে এখানে আমাদের ২০১৭-এর বাজেটদেখতে পারেন।) প্রতিটা দান, তা যত ছোটোই হোক না কেন, সাহায্য করে, আর আমরা আপনার সব সহায়তারই কদর করি। দয়া করে আজই দান করুন!

এই প্রকাশিত সংবাদটি OTW-র স্বেচ্ছাসেবী অনুবাদকেরা অনুবাদ করেছেন। আমাদের কাজ সম্বন্ধে আরো জানতে transformativeworks.org এর অনুবাদ পাতাটি দেখুন.

Event

Comments are closed.