
বছরের সেই সময়টা আবার আসছেঃ আন্তর্জাতিক ভক্তকর্ম দিবস এল বলে! আমরা প্রতি বছরের ১৫ই ফেব্রুয়ারি য়ারী এই দিনটি পালন করে থাকি। এবছর সেটা শনিবার পড়ছে। ২০২০ সাল এটি উদযাপনের ষষ্ঠতম বর্ষ, এবং আমরা এই প্রথা চালিয়ে যেতে পেরে অত্যন্ত উৎসাহিত!
কিন্তু, আন্তর্জাতিক ভক্তকর্ম দিবস কি?
আন্তর্জাতিক ভক্তকর্ম দিবস আমাদের কাছে ভক্তদের তৈরি বিভিন্ন রকমের শিল্পকর্ম সম্মান করার একটি সময়। এই সকল ভক্তকর্মকে মানুষের কাছে তুলে ধরা, এই শিল্পের সুনাম ছড়ানো ও শিল্পকর্মগুলিকে রক্ষা করার জন্যই তো OTW (রুপান্তরাত্মক কর্মের সংস্থা) তৈরি হয়েছিল! আমরা ভাগ্যবান যে এই অবিশ্বাস্য বিশ্বজোড়া ভক্তসমাজের একটি অঙ্গ হতে পেরেছি। আ.ভ.দি. উপলক্ষ্যে আমরা ওই সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করেছি ― আশা করি তাতে আপনারা সকলেই যোগ দেবেন। এই সময়ে আমরা ভক্তশিল্পী, দর্শক ও পাঠকদের অনুরোধ করব যেন তাঁরা নতুন কিছু ভক্তশিল্প তৈরি করেন এবং গেল বছরে যে ভক্তকাহিনী, ভক্তচিত্র, শ্রুতিগল্প, ও ভক্তচলচ্চিত্র উপভোগ করেছেন সেগুলি চিহ্নিত করেন। আপনি যেখানেই থাকুন, এবং যে ভাষাতেই কথা বলুন, আমরা আপনার কথা শুনতে চাই!
ভক্তকর্ম প্রতিযোগিতাঃ আপনার চরিত্রদের কি প্রতিক্রিয়া হবে?
#IFD2020 (#IFD2020) উপলক্ষ্যে আমরা ভক্তশিল্পীদের এক প্রতিযোগিতায় আহ্বান করছি। আমরা চাই যে আপনারা এই বিষয়টি নিয়ে আইএফড্রাবেল, আইএফড্রয়েবেল, বা অন্য ছোট বা চটজলদি শিল্পকর্ম আপনার পছন্দের কোনও মাধ্যমে তৈরী করুন। এখন থেকেই কাজ করা শুরু করুন আর ফেব্রুয়ারিতে #IFDrabble ট্যাগ করে সোশাল মিডিয়ায় অথবা ‘International Fanworks Day 2020’ ট্যাগ করে Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-তে পোস্ট করে ফেলুন। আমরা আমাদের প্রিয় কয়েকটি (কর্মক্ষেত্রে দেখার উপযুক্ত!) কাজ আমাদের সোশাল মিডিয়া চ্যানেলে ৮ থেকে ১৫ই ফেব্রুয়ারী পুণঃপ্রকাশ করব।
এবছরের বিষয়টি কি? এবার মেটা হওয়ার সময়! আপনাদের প্রিয় চরিত্রেরা যদি নিজেদের নিয়ে ভক্তকর্ম আবিষ্কার করে, তাহলে কি হবে? ধরুন যদি ক্রোলী কিছু গুড ওমেন্স ভক্তশিল্প পেয়ে আজিরাফেলকে দেখাল? অথবা ভলডেমর্ট জাদু যুদ্ধ জেতার কৌশল খুঁজতে ভক্তকাহিনী ঘাঁটতে লাগল? তারপর যে কি কাণ্ড হবে সে তো আমাদের কল্পনার অতীত! সুখের বিষয়, কল্পনাটা আমাদের করতে হবে না, সে কল্পনা করে গল্পে দাঁড় করানোর কাজ তো আপনার!
তাই, দেরি না করে, এখনই আপনার সৃষ্টি শুরু করে দিন, আর পয়লা ফেব্রুয়ারী থেকে সেগুলো পোস্ট করা শুরু করুন! (ট্যাগগুলো ব্যাবহার করতে ভুলবেন না!) আমাদের পরের আ.ভ.দি. ব্লগ প্রকাশিত হবে ৮ই ফেব্রুয়ারী, যাতে আমাদের এই ভক্তকর্ম প্রতিযোগিতার পুণঃপ্রকাশনা শুরু হবে এবং আরও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হবে। আশা করি তখন আবার দেখা হবে!
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।