আন্তর্জ‌াতিক অনুরাগীকর্ম‌ দিবস প্রতিক্রিয়া উৎসব (ফিডব্যাক ফেস্ট) ২০২৩

আন্তর্জ‌াতিক অনুরাগীকর্ম‌ দিবস ২০২৩-র প্রতিক্রিয়া উৎসবে সুস্বাগতম!

যৌগিক সাহিত্য (ক্রসওভার) এবং অনুরাগীদল সংযুক্তি (ফ্যানডম ফিউশন) আমাদের নিজস্ব সংগ্রহশালা(AO3)-র সবচেয়ে প্রচলিত সাহিত্যিক অলংকারবিশেষ-র মধ্যে একটি; এটির এখনো পর্যন্ত ২০০,০০০-র থেকে বেশি অনুরাগীকর্ম‌ আছে এবং নিজের সৃজনশীলতা ও কল্পনাশক্তি প্রদর্শন করার জন্যে এই সাহিত্যিক অলংকারবিশেষ অত্যন্ত উপযুক্ত। জানুয়ারী মাসে আমরা এই বছরের আন্তর্জ‌াতিক অনুরাগীকর্ম‌ দিবসের বিষয়, When Fandoms Collide (যখন অনুরাগীদলের সমন্বয় হয়) জানিয়েছি, এবং আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছিলাম আপনাদের প্রিয় যৌগিক সাহিত্য ও অনুরাগীদল সংযুক্তি থাকা কর্মের তালিকা বানাতে। আজ আমরা আপনাদের মতামত জানতে খুব উৎসাহিত!

অংশগ্রহণ করার জন্যে নিচে একটা মন্তব্য (কমেন্ট) করে আপনি আমাদের আপনার প্রিয় যৌগিক সাহিত্য এবং অনুরাগীদল সংযুক্তি ব্যাপারে আপনারা কী ভালোবাসেন তা জানান। গল্পের মৌলিকতা কী আপনি অবাক করেছে? গল্পটি কী আপনাকে নতুন যৌগিক সাহিত্যের জুটি (শিপস) দেখিয়েছে? কিংবা গল্পটা কী আপনাকে আপনাদের প্রিয় চরিত্রদের নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করেছে?

আপনাদের মন্তব্যে আপনার সব সুপারিশের সংযোগ (লিংক) দিতে ভুলবেন না! চাইলে, আপনি আপনার কোনো সোশ্যাল মিডিয়ায় সুপারিশ পোস্টের সাথেও সংযোগ করতে পারেন এবং #IFD2023 বা #IFDChallenge2023 দিয়ে সংযোজন (ট্যাগ) করতে পারেন।

তবে, আন্তর্জ‌াতিক অনুরাগীকর্ম‌ দিবস শুধু অনুরাগী শিল্পকর্ম পালন করার জন্যেই নয়, তাদের লেখকদেরকে পালন করার জন্যেও।
লেখকদেরকে আপনি আপনার প্রশংসা জানতে চাইলে তাদের কর্মে বাহবা, পুস্তকচিহ্ন বা মন্তব্য করে যান।

আপনার কর্ম সুপারিশের যাত্রা শুভ হোক!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.