
তারিখটা মনে রাখুন: আন্তর্জাতিক অনুরাগিকর্ম দিবস প্রায় এসেই গেল!ll
আন্তর্জাতিক অনুরাগিকর্ম দিবস ১৫ই ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনটা ২০১৪ সালে OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা) Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)’য় ১০ কোটিতম অনুরাগীকর্ম সৃষ্টি উপলক্ষে তৈরি করে। এটা সব রকমের অনুরাগিকর্ম- গল্প, চিত্র, চলচিত্র, ম্যাগাজিন, আরো অনেক কিছু- এবং দুনিয়াতে অনুরাগীদের জন্য তাদের অসাধারণতা এবং গুরুত্বের স্বীকৃতি।
এই বছর, OTW নবম আন্তর্জাতিক অনুরাগীকর্ম দিবস পালন করবে। এবছর আমাদের থিম হলো “যখন অনুরাগীদুনিয়াদের মিলন হয়”। আপনি কি কখনো ভেবেছেন যে ঠিক কি হবে যদি কোনো অপরাধের তদন্ত করতে স্যাম এবং ডিন উইঞ্চেস্টের Death Note (ডেথ নোট) এর এল এর সাথে একসাথে ভাবনাচিন্তা করতে বসত? বা কাটসুকি ইউড়ি আর ভিক্টর নিকিফরোভ যদি একটা Our Flag Means Death (আওয়ার ফ্ল্যাগ মিনস ডেথ)-এর মত জলদস্যুর অন্য দুনিয়ায় থাকত। আপনার সবথেকে পাগলামি ভরা অনুরাগীকর্মের ক্রসওভার করা ভাবনাগুলো নিয়ে লিখে ফেলা, এঁকে ফেলা বা গান বেঁধে ফেলা এইটাই সুবর্ণ সুযোগ!
আপনি যেভাবে ইচ্ছা ভাগ নিতে পারেন, কিন্ত তবুও এখানে কিছু টিপন্নি দেওয়া হলো:
- ফেব্রয়ারি ১২ থেকে শুরু হওয়া আমাদের ফিডব্যাক ফেস্ট এর জন্য আপনার প্রিয় ক্রসওভারগুলোর সুপারিশ তালিকা তৈরি করুন
- আন্তর্জাতিক অনুরাগিকর্ম দিবস ২০২৩ ট্যাগ ব্যবহার করে AO3তে নিজের ক্রসওভার অনুরাগিকর্ম তৈরি করুন
- #IFD2023 বা #IFDChallenge2023 ট্যাগ ব্যবহার করে আপনার ক্রসওভারের ভাবনা সামাজিক মাধ্যমে সবার সাথে ভাগ করে নিন
আমরা আন্তর্জাতিক অনুরাগিকর্ম দিবস ২০২৩ উপলক্ষ্যে কি করতে চলেছি তা আর কয়েক সপ্তাহেই পরিষ্কার হয়ে যাবে। তা জানতে OTW News কে সামাজিক মাধ্যমে ফলো করুন। আপনি বা আপনার অনুরাগী সম্প্রদায় যদি আপনাদের নিজস্ব কর্মকাণ্ড অনুষ্ঠিত করতে চান, আমাদের জানান। আমরা তাহলে তা আরো লোককে খবর দিতে পারব!
OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।