অক্টোবর ২০২২ সদস্য সংগ্রহ অভিযান: আমাদের লক্ষ্যপূরণ উদযাপন

আবার সেই সময় এসেছে: OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র অক্টোবরের সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে, এবং আমরা আপনার সাহায্য পেলে আনন্দিত হব! OTW সংস্থাটি এবং আমাদের সমস্ত প্রকল্পগুলি ১০০% স্বেচ্ছাসেবক-পরিচালিত আর আপনার অর্থদান দ্বারা চালিত। দান করা প্রত্যেকটি ডলার ব্যবহার হয় আমাদের সার্ভারগুলি দেখাশুনায়, আমাদের কর্ম বজায় রাখতে, এবং আমাদের মিশন—অনুরাগীকর্ম ও অনুরাগী সংস্কৃতিকে রক্ষা আর প্রচার করার কাজ আরও বৃহত্তর করতে। আমাদের সংগ্রহিত অর্থ কিভাবে ব্যবহার হয় সেই সম্বন্ধে আরো তথ্যের জন্য আমাদের সাম্প্রতিক বাজেট সম্বন্ধীয় প্রকাশনা দেখুন।

আমাদের কর্মে সাহায্য করা ছাড়াও, একটি নির্দিষ্ট মূল্যের বেশি অর্থদান করলে আপনি OTW-র কয়েকটি দারুন ধন্যবাদজ্ঞাপক উপহার পাওয়ার যোগ্য হবেন! কি কি পেতে পারেন তার সম্পূর্ণ তালিকা আপনি আমাদের অর্থদান পাতায় দেখতে পাবেন, কিন্তু আমরা কয়েকটি বিশেষভাবে আকর্ষণীয় জিনিসগুলি এখানে তুলে ধরছি।

  • The Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-র বয়স এখন তেরো বছর — AO3-তে তার নিজস্ব অ্যাকাউন্ট খোলার জন্যে সে যোগ্য! এটি উদযাপন করার জন্যে, আমরা নতুন ১৩ই জন্মজয়ন্তীর পিনগুলি তৈরি করেছি।
  • আপনি হয়তো আগের মাসে আমাদের OTW-র পনেরো বছর হওয়ার উদযাপন খেয়াল করেছেন। আমরা এই উপলক্ষ্যটি পালন করার জন্যে ১৫ই জন্মজয়ন্তীর ম্যাগনেটও তৈরি করেছি! এইগুলি আর দুটি জন্মজয়ন্তী পালন করা স্টিকার একসাথে রাখা আছে। সব জন্মজয়ন্তীর জিনিসগুলি সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে, তাই আপনারগুলি এই সময়ের মধ্যে নিয়ে নিন!
  • আমরা অনুরাগীজগতের বিভিন্ন ট্রোপ (trope) নিয়ে তাসের কথাও বলতে চাই, যেটি এপ্রিলে প্রথম এসেছে আর আমাদের দাতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। প্রত্যেকটি তাসে AO3-র সংযোজনে (ট্যাগস) পাওয়া যাবে এমন একটি অনুরাগী বিষয়ক কথা আর ট্রোপ নিয়ে অন্যন্য কথা-চিত্র আছে। কোন দাতা US$১০০ বা তার বেশি অর্থদান করলে এটি এখনো পেতে পারেন।

আপনি যদি ধন্যবাদজ্ঞাপক উপহার পেতে আগ্রহী হন কিন্তু একসাথে এই মূল্যের অর্থদান করতে অক্ষম হন, চিন্তা করবেন না! আমরা আপনার কথা ভেবে রেখেছি। আপনি বারংবার অপেক্ষাকৃত কম মূল্যের দান করতে পারেন, এবং আপনার অর্থদান রসিদে থাকা ফর্মটি ভরে আমাদের অনুগ্রহ ও সদস্যপদ সংক্রান্ত সমিতিকে জানাতে পারেন আপনি কোন উপহার পেতে পছন্দ করবেন। তারা আপনার উপহারটি রেখে দেবে, এবং আপনার অর্থদান সম্পূর্ণ মূল্যে পৌছলে আপনাকে আপনার পছন্দের উপহারটি পাঠিয়ে দেবে।

OTW-তে অর্থদান করার আরেকটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি হল যে US$১০ বা তার বেশি যে কোন দান আপনাকে পরের বছরের পরিচালক মন্ডলীর, যারা OTW-র কার্যকর্ম পরিচালনা করেন, নির্বাচনে ভোটদান করার যোগ্যতা দেয়। আপনি নির্বাচনী প্রক্রিয়া সম্বন্ধে আরো তথ্য OTW-র নির্বাচন বিষয়ক ওয়েবসাইটে পাবেন। আপনি যদি অগাস্ট ২০২৩-তে পরবর্তী নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক হন, তাহলে আপনি আজই একজন সদস্য হতে পারেন US$১০ বা তার বেশী একটি দান করে এবং অর্থ-দানের ফর্মটিতে “become a member” (একজন সদস্য হওয়ার ধাপগুলি) অপশনটি পছন্দ করে। এই সদস্যপদটি আপনার যোগ্যতা অর্জনকারী অর্থদানের তারিখ থেকে পরবর্তী একবছর পর্যন্ত কার্যকর থাকবে।

আপনি যদি এবারে OTW-তে দান করতে না পারেন, তাতে কোন অসুবিধা নেই! আর আপনার যদি একটু সময় থাকে, তাহলে আমরা আপনাকে অনুরোধ করবো এই সদস্য সংগ্রহ অভিযানের কথা অন্যদেরকে বলার জন্যে। সবসময়ের মতো এখনো, OTW এবং তার বিভিন্ন প্রকল্পের প্রতি আপনার সমর্থনের জন্যে আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের অনুরাগী সমাজে অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ!


OTW একটি অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা ইত্যাদি একাধিক প্রকল্প অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক পরিচালিত, অনুরাগী দ্বারা চালিত, সম্পূর্ণভাবে অর্থদান সাহায্যে কার্যচালনা করা সংস্থা। আমাদের সম্বন্ধে আরো তথ্য পাবেন OTW-র ওয়েবসাইটে । আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটি অনুবাদ করেছে, তাদের সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Event

Comments are closed.