
OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-র সদস্যসংগ্রহ অভিযান শেষ হলো। আমরা অতিশয় আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের লক্ষ্য মার্কিন $৪০,০০০ এর থেকে অনেক বেশি, মার্কিন$১,৯৫,০০৯.৬৫ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের সদস্য সংখ্যাও বাড়িয়ে ৪,৭৮৬ করেছি। বিশ্বজুড়ে ৭৭টা দেশের ৬,৭০০জন দাতার ঔদার্যে এটা সম্ভবপর হয়েছে। আমরা প্রতিসময়ের মতোই এবারও আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ! আপনাদের সাহায্য আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেবে: আমরা যে অনুরাগীদের প্রতিনিধিত্ব করি, তাদের কাছে সব রকমের অনুরাগীকর্ম এবং অনুরাগী সংস্কৃতির ইতিহাস সংরক্ষণ করে সহজে পৌঁছে দেওয়া যাবে। তাদের সুবিধা আরো সুরক্ষিত হবে।
এই অভিযান এত সুন্দর ভাবে যে সব স্বেচ্ছাসেবকের জন্য চলল, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই। সে সমস্ত ব্যবহারকারিরা অভিযান নিয়ে প্রকাশনা(পোস্ট করা), টুইট বা তাদের বন্ধুদের সাথে কথাবার্তা বলেছেন, তাদেরও ধন্যবাদ। আমদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাদের সাহায্য অপরিহার্য। আমরা আপনাদের খুবই প্রশংসা করি!
শেষে বলি, আপনার যদি এখনও পর্যন্ত অবদান করার সময় না হয়ে থাকে, তবে চিন্তা করবেন না! আমরা সারা বছর ধরে দান গ্রহণ করে থাকি। OTW সদস্যপদ, যা দেওয়া হয় যেসব দাতা মার্কিন $১০ বা তার বেশি দান করছেন তাদেরকে, তা সর্বশেষ মার্কিন $১০ দানের তারিখের থেকে এক বছর পর্যন্ত বৈধ থাকে। সুতরাং এখন দান করা কেউ পরের বছরের OTW পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটদানে সক্ষম হবেন। মার্কিন $৪০ বা তার বেশি দানে আমরা যে ধন্যবাদ-জ্ঞাপক উপহার দিয়ে থাকি তাও সারা বছরই পাওয়া যায়। সব সময়ই দেওয়ার জন্য ভাল সময়!