
OTW(রূপান্তরাত্মক কর্মের সংস্থা) অনেকের ভালোবাসার ফসল। এটি অনুরাগীদের দ্বারা, অনুরাগীদের জন্য তৈরি। আমরা এক অলাভজনক সংস্থা, আর আমরা ১০০% দানের ওপর নির্ভরশীল: আমাদের স্বেচ্ছাসেবকদের সময় দান, আর যে সমাজের সেবা আমরা করি, তাদের অর্থ দান। আজ আমাদের দ্বিবার্ষিক সদস্যসংগ্রহ অভিযান-এর শুরু, যে সময় আমরা আপনাদের মধ্যে যারা তা করতে সক্ষম, তাদের, আমাদের কাজ সমর্থন করতে কিছু আর্থিক দান করার কথা ভেবে দেখতে বলি। আমরা আপনাদের অর্থ কিভাবে খরচ করি তা আপনি আমাদের বাজেটে পড়ে দেখতে পারেন।
OTWকে করা আপনাদের দান আমাদের সমস্ত প্রকল্পের কাজে সাহায্য করে: Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা) থেকে ফ্যানলোর পর্যন্ত; আমাদের আ্যকাডেমিক জার্নাল Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি) থেকে, আমাদের অনুরাগীকর্ম বাঁচানোর প্রকল্প Open Doors (খোলা দরজা) পর্যন্ত এবং বিশ্বজুড়ে আমাদের আইন সমিতির রূপান্তরাত্মক কর্মের পক্ষে ওকালতি-তে। দাতারাও আরো প্রত্যক্ষভাবে সুবিধা পেয়ে থাকেন। মার্কিন $১০ বা তার বেশি এককালীন দানে, আপনি OTW-র বার্ষিক সদস্যপদ গ্রহণ করা বেছে নিতে পারেন, যা আপনাকে আমাদের পরিচালক পর্ষদের প্রতি বছর আগস্ট হওয়া নির্বাচনে ভোটদানের অধিকার দেবে।
সদস্যরা তাদের AO3 বা সামাজিক মাধ্যমের পরিলেখে (প্রোফাইলে) ব্যবহারযোগ্য একটা ডিজিটাল আইকন (পরিলেখ চিত্র/চিহ্ন) পান; এবং যারা তিন, পাঁচ বা দশ বছর ধরে OTW সদস্য রয়ে গেছেন, তারা বিশেষ স্মারক উপহার পাবার যোগ্য। সদস্যপদ এবং ভোটদান সম্বন্ধে এখানে আরো জানুন।
মার্কিন $৪০ বা তার বেশি যারা দান করেছেন তারা একাধিক ধন্যবাদজ্ঞাপক উপহারের মধ্যে থেকে বেছে নিতে পারেন। এই বছর নতুন উপহারের মধ্যে আছে একটা সীমিত-সংস্করণের সাদা রঙের OTW গ্লাস, আর একটা একেবারে নতুন স্টিকার সেট। আপনি যদি এত বড় দান করতে সক্ষম না হন, নিশ্চিন্তে থাকুন: আমরা আপনার পাশেই আছি! আপনি নিজের ক্ষমতা অনুযায়ী একটি পুনরাবৃত্তক দানের ব্যবস্থা করে রাখতে পারেন আর কোন উপহারের জন্য আপনি বাঁচাচ্ছেন আমাদের উন্নয়ন ও সদস্যপদ বিভাগকে জানতে পারেন। আপনার দান যেই যোগ্যস্তর স্পর্শ করবে, তারা আপনার উপহার পাঠিয়ে দেবে।
OTW মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নিবন্ধিত অলাভজনক সংস্থা। এই দেশের দাতাতা হয়তো তাদের কর্মস্থল থেকে সমমূল্যের দানের সুবিধা নিতে পারবেন। দয়া করে আপনার কর্মস্থলে কথা বলে দেখুন এটা আপনার জন্য সম্ভবপর হবে কিনা।
আপনি যদি এবারে দান করতে অক্ষম হন, অনুগ্রহ করে এই প্রকাশনাটা অন্যদের সঙ্গে ভাগ (শেয়ার) করে নিন; সবসময় জানবেন যে আমরা আপনার সাহায্যে সমাদর করি, সে সাহায্য আপনি যে ভাবেই করুন না কেন। আপনার অর্থ, আপনার সময়, আর আপনার ভালবাসা, সব কিছুর জন্যই আপনাকে ধন্যবাদ। সেইটা ছাড়া আমরা আজ এইখানে থাকতাম না!