অক্টোবর ২০২০ সদস্যসংগ্রহ অভিযান: আপনার সমর্থনের জন্য ধন্যবাদ

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)’র দ্বিবার্ষিক সদস্যসংগ্রহ অভিযান শেষ হল। যদিও আমরা আমাদের ৫০০০ জন নতুন সদস্যদের লক্ষ্য পূরণ করিনি, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ৬৯টা দেশ থেকে ২৬৬২ জন সদস্য আমাদের সাথে যোগ দিয়েছেন! এটি বর্তমান সময়ের মধ্যে আমাদের তহবিল সংগ্রহকে মোট মার্কিন$৮৯,৬৮৮.৫১ করল। আমরা প্রত্যেকের সমর্থনের জন্য কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ।

আপনারা এতজন মিলে OTW’র প্রতি আপনাদের সমর্থন আনুষ্ঠানিক করায় আমরা অভিভূত। OTW একটা অলাভজনক সংস্থা। আমরা বিশ্বজুড়ে ভক্তদের সৃজনশীল, আর্থিক এবং অন্যান্য রসদ জোগানে সাহায্যের ওপর নির্ভরশীল। আমাদের সাম্প্রতিক বাজেট প্রকাশনা-তে যেমন বিস্তারিতভাবে বলা আছে, আমাদের সদস্যদের উদারতাই আমাদের সংগ্রহসূচক, আইনি, পঠনপাঠন-সংক্রান্ত এবং প্রযুক্তিগত কর্মে সাহায্য করে। তা আমাদের ভক্তকর্ম সংরক্ষণ এবং ভক্ত সংস্কৃতি রক্ষার লক্ষ্যে কাজ করে যেতে দেয়। আপনাদের সবাইকে ধন্যবাদ!

আপনি যদি এখনো নিজের সদস্যপদ নথিভুক্ত না করে থাকেন, চিন্তা করবেন না! OTW সারা বছর ধরে সদস্য এবং দান দুই’ই গ্রহণ করে।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন।

Announcement

Comments are closed.