অক্টোবর ২০২০’র অভিযান: একসাথে বড় হওয়া

OTW (রূপান্তরাত্মক কর্মের সংস্থা)-কে জন্ম, তৈরি আর সাজসজ্জা এমন মানুষ করেছিল যারা আমাদের পরিষেবা গ্রহণ করে থাকেন। সেইটাই আমাদের স্বাতন্ত্র বৈশিষ্ট! তিনি আইনজ্ঞ হন, বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রাটর, বা আমাদের প্রকল্পগুলো চালিয়ে যাওয়া স্বেচ্ছাসেবকেরা; সেই দাতারা যাদের ঔদার্যে আমাদের আর্থিক স্বাস্থ্য সুরক্ষিত থাকে; বা সেই সব লেখক, চিত্রশিল্পী, বা অন্যান্য যোগদানকারী যাদের পরিশ্রম দিয়ে ফ্যানলোর, Transformative Works and Cultures – TWC (রূপান্তরাত্মক কর্ম এবং সংস্কৃতি), এবং Archive of Our Own – AO3 (আমাদের নিজস্ব সংগ্রহশালা)-এ জনসমাগম হয়। আমরা যা যা করি তার প্রত্যেক ভক্তের সময়, ভালবাসা এবং আত্ম-উৎসর্গ ছাড়া সম্ভব হত না।

আমরা আলাদা থাকার চেয়ে একসাথে থেকে বেশি শক্তিশালী। সেইজন্যই আমরা আজ আপনাকে OTW‘র সদস্য হতে, বা ইতিমধ্যেই সদস্য হয়ে থাকলে, আপনার সদস্যপদ পুনঃনবীকরণ করতে অনুরোধ করছি। সদস্যপদ পেতে মাত্র মার্কিন$১০ এর একটা দান লাগে আর তা পুরো এক বছরের জন্য স্থায়ী হয়।

আপনি যখন সদস্য হবেন, আপনি প্রতি বছর আগস্টে হওয়া OTW‘র পরিচালন পর্ষদের নির্বাচনে ভোটদান করতে সক্ষম হবেন। আপনি তার সাথে একটি সমাজ মাধ্যমের আইকনও পাবেন, যেটা আপনি আপনার AO3 প্রোফাইলে বা অন্যান্য সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। তাতে সকলে জানতে পারবে যে আপনি OTW‘র একজন অংশীদার।

এই বছর আমরা আমাদের পুরনো সদস্যদের জন্য নতুন উপহার নিয়ে এসেছি। আপনি যদি গত তিন, পাঁচ, বা দশ বছর ধরে ক্রমাগত সদস্যপদের উদ্দেশ্যে দান করে এসে থাকেন, আপনি বিশেষ কিছু ধন্যবাদজ্ঞাপক উপহারের পেতে সক্ষম! তিন বছরের সদস্যরা একটা বুকমার্ক চাইতে পারেন (অবশ্যই, অফলাইনে পড়ার জন্য আপনি যে সব গল্প প্রিন্ট করেছেন সেগুলোতে ব্যবহার করার জন্য)। পাঁচ বছরের সদস্যরা ল্যাপ্টপ, লকার বা যেখানে ইচ্ছে সেখানে লাগানোর জন্য একটা স্টিকার পেতে সক্ষম। আর আমাদের মূল্যবান দশ বছরের সদস্যরা একটা OTW ফ্রিজ চুম্বক পেতে পারেন। এই সব বিশেষ জিনিসের ডিজাইন বছরের শেষের দিকে প্রকাশ করা হবে আর সেগুলো শুধুমাত্র অনেক দিনের OTW সদস্যদেরই জন্য।

OTW’র জন্য আপনার সমর্থন যেরকমই হোক না কেন, আপনাদের জন্যই আমরা গত তেরো বছর ধরে বড় হতে এবং উন্নতি করতে পারছি। আমরা আমাদের ব্যবহারকারীদের প্রত্যেকটা দানকে মূল্য দিই। আমরা আশা করছি যে এই বছর সদস্য হিসেবে আমাদের সাথে জোগদান করে, আপনি আমাদের কাজের সাথে আপনার যোগাযোগকে আরো বাড়িয়ে নেবেন এবং শক্তিশালী করবেন।


OTW একাধিক প্রকল্পের অলাভজনক সৃজনকারী সংস্থা, যার মধ্যে AO3, ফ্যানলোর, খোলা দরজা, TWC, এবং OTW আইনি সহায়তা অন্তর্ভুক্ত। আমরা একটি স্বেচ্ছাসেবক দিয়ে কার্যচালনা করা ভক্ত-চালিত, সম্পূর্ণভাবে দাতা-সাহায্যে চলা সংস্থা। OTW ওয়েবসাইট-এ আমাদের সম্বন্ধে আরো জানুন। আমাদের স্বেচ্ছাসেবক অনুবাদক দল, যারা এই প্রকাশনাটা অনুবাদ করেছে, এর সম্বন্ধে আরো জানতে, অনুবাদ পাতা দেখুন

Announcement, Event

Comments are closed.